শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক জাতীয় নদী কনভেনশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত


প্রকাশ :

বাংলাদেশ নদী বাঁচাও  আন্দোলন এর আয়োজনে পহেলা নভেম্বর  বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক জাতীয় নদী কনভেনশন ২০২৫ এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।  

 সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির হিসাবে আলোচনা করেন, বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিল সভাপতি  এড. জসীম উদ্দীন সরকার, বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম-মহাসচিব  মাওলানা তাফাজ্জল হোসেন মিয়াজি,  ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল,  জাতীয় হিন্দু মহাজোট চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র প্রামাণিক। 

আলোচক  ছিলেন বাংলাদেশ নদী বাঁচাও  আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, সহ সভাপতি ড. কর্নেল অব: আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম অধিবেশনের সমন্বয়ক ও নদী বাঁচাও আন্দোলনের সহ সভাপতি ইকরাম এলাহী খান সাজ।  শুভেচ্ছা বক্তব্য রাখেন অর্থ কমিটির আহবায়ক ও সহ সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার হোসেন,  অনুষ্ঠান সঞ্চালন করেন ডা:বোরহান উদ্দিন অরণ্য। ধন্যবাদ জ্ঞাপন করেন সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

প্রথম অধিবেশনে নদী বিশেষজ্ঞ, নদী বাচাও আন্দোলনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 প্রথম অধিবেশনের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ অসুস্থ থাকায় লিখিতভাবে বক্তব্য প্রেরন করেন। যা কনভেনশনে পাঠ  করে শুনানো হয়। 

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি  থাকবেন  বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান।