মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

পাটগ্রামে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রাম উপ‌জেলায় বাউরা বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেরাজ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন)দুপুরের দি‌কে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরাজ গ্রাম উপজেলার মির্জা কোট  এলাকার ৮নং ওয়াডের আলিউর রহমানের ছেলে।

 প্রত্যক্ষদর্শীরা জানান,দুপুরে মোটরসাইকেলে পাটগ্রাম উপ‌জেলা থে‌কে বড়খাতায় বড় মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্য  চার বন্ধু মিল যাচ্ছিল পথে বাউরা এলাকায় পৌঁছালে একটি পিক আপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মেরাজের মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে আহত ব্যক্তির নাম জানা যায়নি।

বড়খাতা হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবু সাঈদ চৌধুরী জানান, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে মর্গে পাঠানো হযেছে এবং আরেক জনকে মুমর্ষ অবস্থায় পাটগ্রাম হাসপাতাল পাঠা‌নো হ‌য়ে‌ছে। পিকআপ ভ্যানের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।