বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে : রংপুরে জেএসডির সাধারণ সম্পাদক


প্রকাশ :

রংপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত হয়ে রাষ্ট্র যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নয়। আমাদের সংগ্রাম চলবে ১৯৭১ এবং ২০২৪-এর পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে।

  শুক্রবার (১৬ মে) সকালে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে জেএসডির রংপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এ সব কথা বলেন।জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দীন বিএসসি’র সভাপতিত্বে। বক্তব্য রাখেন জেএসডির সহ-সভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ মনসুর আলী,আবদুস সাদেক জেহাদী, এডভোকেট গোলাম রাব্বানী, এ বি এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক,মনিরুজ্জামান বাচ্ছু, মোহাম্মদ মনিরুজ্জামান, আতিয়ার রহমান, আলী আজগর আরজ, আবদুল্লাহ আল রাফিন, ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

 জেএসডির সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না ৭১-এর ধারাবাহিকতাতেই ২৪-এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে, এবং ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে।

শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাংক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যূত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।