মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটে আদালতের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


প্রকাশ :

লালমনিরহাটের জর্জ কোর্টে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে, উক্ত নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সচেতন নাগরিক সমাজ।

আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে ঘুরে পুনরায় মিশনমোড় চত্বরে এসে শেষ হয়। মিছিলে সচেতন নাগরিক সমাজের সদস্যদের পাশাপাশি হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

সচেতন নাগরিক সমাজ, লালমনিরহাট-এর আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপনের আহ্বানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য একেএম মমিনুল হক, আফজাল হোসেন, আব্দুস সালাম প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি লালমনিরহাট জেলা আদালতে অফিস সহায়ক, জারিকারকসহ ২৪টি পদে নিয়োগে স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন এবং বিগত স্বৈরাচারী সরকারের সহযোগীদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

বক্তারা অনতিবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান এবং দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন।