সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় মক্কা সময় এক ঘোষণায় সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে এবং পরদিন ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানায়।
আল অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মাগরিবের নামাজের পর চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিক বৈঠকে বসে। দেশের বিভিন্ন স্থানে পর্যবেক্ষণের পর কমিটি শাওয়াল মাসের চাঁদ দেখা নিশ্চিত করে, ফলে রমজান ২৯ দিনেই শেষ হচ্ছে।
এর আগে, ‘ইনসাইড দ্য হারামাইন’ জানায়, সৌদি আরবের ২০টিরও বেশি স্থানে চাঁদ পর্যবেক্ষণের কার্যক্রম পরিচালিত হয়েছে। সৌদির স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঈদের দিন ভোরে দেশটির বিভিন্ন অঞ্চলে ১৫ হাজারের বেশি মসজিদ ও কয়েক হাজার উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে, বাংলাদেশের আকাশে শনিবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ৩০ রমজান পূর্ণ করে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বের অন্যান্য দেশেও শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে ভারত, পাকিস্তান, ইরান ও অস্ট্রেলিয়া নিজেদের ঈদের তারিখ নিশ্চিত করেছে।