বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

চালু হল ট্রেন যোগাযোগ: রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার


প্রকাশ :

দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রেলওয়ের রানিং স্টাফরা। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের বাসায় বৈঠক শেষে গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারি ইউনিয়ন।

আজ ভোরে রেলপথ মন্ত্রণালয়ের এক ক্ষুদেবার্তায় কর্মবিরতি প্রত্যাহারের কথা জানানো হয়। কর্মসূচি প্রত্যাহারের কারণে আজ বুধবার থেকে সিডিউল ট্রেনগুলো প্রারম্ভিক স্টেশন থেকে যাত্রা শুরু করে।

আজ ভোরে আন্তনগর বলাকা (ঢাকা থেকে মোহনগঞ্জ), ধূমকেতু, সোনার বাংলাসহ কয়েকটি আন্তঃনগর ট্রেন এবং জয়দেবপুরগামী কমিউটার ট্রেন কমলাপুর থেকে ছেড়ে গেছে।

রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গত সোমবার মধ্যরাতের পর বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে।