বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: লালমনিরহাটে নির্বাচন কমিশনার


প্রকাশ :

সংস্কার প্রক্রিয়া চলমান, এ বছরের ডিসেম্বর হতে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগনের কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে লালমনিরহাটে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

রবিবার (২৬ জানুয়ারি) বিকালে কালেক্টরেট কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সৌহার্দ্য সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব:)। এ সময় তিনি আরো বলেন স্থানীয় নির্বাচন সরকারের চাহিদা মোতাবেক হবে।

এ সময় প্রধান অতিথি আগামী নির্বাচন সংক্রান্ত বিষয়ে সুপারভাইজারদের সঙ্গে কথা বলেন। এবং সত্যতার সাথে কাজ করার আহ্বান জানান। ভোটার অন্তর্ভুক্তির ক্ষেত্রে বহিরাগত এবং বিদেশি নাগরিকদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা নির্বাচন অফিসার লূৎফুল কবীর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।