মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এক দিনের সফরে ৩০শে নভেম্বর (শনিবার) রংপুরে আসছেন।
সফরসূচি অনুযায়ী, ৩০শে নভেম্বর সকাল ১১ টা ৩০ মিনিটে উপদেষ্টা নীলফামারীর সৈয়দপুরে ইকু হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট-এ মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর, রংপুরের বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এরপর তিনি বিকাল ৩ টায় রংপুরের গংগাচড়ার কচুয়া বাজারে মৎস্যজীবী ও প্রান্তিক প্রাণিসম্পদ খামারিদের গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন।
ওই দিন সন্ধ্যায় উপদেষ্টা ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।