চলতি বছরের দ্বিতীয় সুপারমুন দেখার জন্য প্রস্তুত হতে পারে আকাশপ্রেমীরা। বুধবার (৫ নভেম্বর) রাতের আকাশে দেখা যাবে এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ। এই দিনটি ব্রিটিশ উৎসব বনফায়ার নাইটের সঙ্গে মিলিত হওয়ায় রাতটি আলোর ঝলক ও রঙের এক বিশেষ মেলবন্ধন হবে।
চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে, তখন সেটি পূর্ণিমার সময় বড় ও উজ্জ্বল দেখায়। জ্যোতিষীরা এ অবস্থাকে ‘পেরিজি’ বলে। এ সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় দুই লাখ ২০ হাজার মাইল দূরে থাকে। অন্যদিকে যখন চাঁদ সবচেয়ে দূরে থাকে, তখন সেটি ‘অ্যাপোজি’ অবস্থায় থাকে, প্রায় দুই লাখ ৫০ হাজার মাইল দূরে।
যদি পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশের কাছাকাছি থাকে, তখন তাকে ‘সুপারমুন’ বলা হয়। সাধারণ পূর্ণিমার তুলনায় এটি প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশেরও বেশি উজ্জ্বল হয়। ১৯৭৯ সালে প্রথম এই শব্দটি ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল।
নভেম্বরের এই পূর্ণিমাকে ‘বিভার মুন’ বলা হয়। এটি বিশেষত উত্তর গোলার্ধের বিভার প্রাণীর সঙ্গে সম্পর্কিত। বিভাররা নভেম্বরের সময় সবচেয়ে সক্রিয় থাকে—নিজেদের বাঁধ তৈরি করে এবং শীতের জন্য খাদ্য সংরক্ষণ করে। এ কারণেই বিজ্ঞানীরা এই পূর্ণিমার সঙ্গে বিভারের কার্যকলাপ মিলিয়ে নামকরণ করেছেন।
২০২৫ সালের এই সুপারমুন সবচেয়ে উজ্জ্বল হলেও খুব বেশি অপেক্ষা করতে হবে না। এই বছরের তৃতীয় ও শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর। প্রাকৃতিক এই দৃশ্য দেখতে চাইলে আবহাওয়ার পূর্বাভাসের ওপর নজর রাখা গুরুত্বপূর্ণ, যাতে পরিষ্কার আকাশে চাঁদের সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায়।