বান্দরবানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর ও সরকারি কৌঁসুলি ইকবাল করিম।
আদালত সূত্রে জানা যায়, পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নেওয়া ও জঙ্গি তৎপরতা চালানোর অভিযোগে ২০২২ সাল থেকে চলতি বছরের প্রথমদিকে বিভিন্ন সময়ে রুমা, থানচি, সদর উপজেলা ও নাইক্ষ্যংছড়ি থেকে ৩২ জনকে গ্রেপ্তার করেন র্যা ব ও পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। তাদের চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
২০২২ সালে বান্দরবানের আঞ্চলিক সংগঠন কেএনএফ তৎপরতা শুরু করে। পরে তাদের আস্তানায় অর্থের বিনিময়ে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যরা প্রশিক্ষণ নেন বলে খবর পায় যৌথ বাহিনী। পরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রশিক্ষক ও অর্থ শাখার গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছেন বলে সে সময় র্যা বের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়।
আসামি পক্ষের আইনজীবী আলমগীর জানান, আদালতে আসামিদের জন্য জামিন আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে ৩২ জনের আবেদন মঞ্জুর করেন বিচারক।
সরকারি কৌঁসুলি ইকবাল করিম জানান, বান্দরবানে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩২ জনকে জামিন দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।