বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মুন্না হত্যা মামলায় গ্রেফতার ক্ষমতা চ্যুত আওয়ামীলীগ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (৩১ জানুয়ারী) সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক দেবী রানী রায় এ রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশিক মাহমুদ।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে নগরীর সেন্ট্রাল রোডস্থ পোস্ট অফিস সংলগ্ন তার এক আত্মীয়র বাসা থেকে সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ ১৫ দিনের রিমান্ড চায়। অপর দিকে আসামী পক্ষের আইনজীবি ইফফাত আক্তার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন।আদালতের বিচারক নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হলে হাত কড়ানা না থাকায় গাড়ি আটকে দেন বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের সমন্বয় করা। পরে চাপের মুখে সাবেক মন্ত্রীকে হাত কড়া পরানো হয়। এরপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে জরুরী বিভাগের সামনে দিয়ে পুলিশ ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধছাত্র-জনতা সাবেক এই মন্ত্রীকে লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপ করে এবং শ্লোগান দিতে থাকে।
উল্লেখ্য, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য। রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে মাহামুদুল হাসান মুন্না নিহতের ঘটনায় তার বাবা আব্দুল মজিদ বাদী হয়ে নুরুজ্জামান আহমেদ, তার ছেলে সহ ১২৮ জনের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে মামলা দায়ের করেন। এছাড়া লালমনিরহাট জেলাতেও ৫ আগস্টের পর নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে আটটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। এরপর থেকে তিনি আত্মগোপনে চলে যান।