মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক দেশে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৩ হাজার ৮০০ জন! তন্মধ্যে এ ক্যাটাগরির ৬ শত ২জন। বি ক্যাটাগরির ১ হাজার ১৮ জন। সি ও ডি ক্যাটাগরির ১২ হাজার ৮০ জন।
এই ক্যাটাগরির (গুরুতর আহত, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারানো) মেট যুদ্ধাহত মুক্তিযোদ্ধার প্রায় ১০% থেকে ১২%। বি ক্যাটাগরি ( মধ্যম মাত্রার আঘাত, স্থায়ী প্রতিবন্ধকতা হয়েছে) মোট যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ১৫ %-থেকে ১৮%। সি ক্যাটাগরি (আঘাত আছে কিন্তু আংশিক প্রতিবন্ধকতা) মোট যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ৩০% থেকে ৩২%। ডি ক্যাটাগরি( তুলনামূলকভাবে হালকা আঘাত, স্বাভাবিক কাজকর্ম করতে সক্ষম) মোট যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ৪০% থেকে ৪৩%। অর্থাৎ সিও ডি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি যুদ্ধাহত মুক্তিযুদ্ধ। এ ক্যাটাগরিতে সংখ্যা সবচেয়ে কম।
এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে অধিকাংশই সি এবং ডিম ক্যাটাগরির।এদের মোট সংখ্যা ১২ হাজার ৮০ জন।বিগত বছরগুলোতে রাজনৈতিক বিবেচনায় অর্থাৎ দলীয়করণের মাধ্যমে এবং অবৈধ অর্থ এর বিনিময়ে ভুয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।