লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কালিগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার মৃত শমসের আলীর ছেলে মো. রশিদুল ইসলাম ওরফে রশিদ (৪৭) এবং হাতীবান্ধা উপজেলার বেজগ্রাম এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে মো. সেলিম রেজা (৩০)।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ আগস্ট হাতীবান্ধা থানার পুলিশ অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে ৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৩(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়।
দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়। পরে আদালত প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।