সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন


প্রকাশ :

রংপুর গ্রুপের অন্যতম প্রধান অঙ্গ প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্ট্রোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে স্ট্রোক এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে এবং স্ট্রোক ও রিহ্যাবিলিটেশন সেন্টার এর চিফ কো অর্ডিনেটর মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ গওসুল আজিম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ তোফায়েল হোসেন ভুঁইয়া।সমাদৃত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডা মোঃ ফরহাদ আহমেদ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্রেইন ও স্পাইন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ শাহনেওয়াজ বিশ্বাস।রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও উপাধাক্ষ,রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, চিকিৎসক সহ শিক্ষার্থীরা।