সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আলম তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
ইউএনও বলেন, প্রদীপ দাসের ছেলে দুলালকে গ্রাম পুলিশের মহল্লাদার হিসেবে নিয়োগ দিতে পেরে তিনি আনন্দিত। এতে পরিবারটি কিছুটা স্বস্তি পাবে বলে আশা করেন তিনি।
দুলাল কুমার জানান, চাকরি পেয়ে তিনি খুশি। এখন মা ও দুই ভাইবোনের পড়াশোনা চালিয়ে নিতে পারবেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে তারাগঞ্জের বুড়িরহাট এলাকায় চুরির সন্দেহে গণপিটুনিতে প্রদীপ লাল রবিদাস ও তার আত্মীয় রুপলাল রবিদাস নিহত হন।