সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

চলন্ত বিআরটিসি বাসে আগুন


প্রকাশ :

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়, যা এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির চালক মো. শাহজালাল জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে হঠাৎ যাত্রীরা ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। “আমি গাড়ি থামাতেই দেখি পেছন দিক থেকে আগুনের কুণ্ডলি উঠছে। দ্রুত সবাইকে নামিয়ে দিই,” বলেন তিনি।

পরে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটির (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।