সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ধানমন্ডিতে কলেজ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ


প্রকাশ :

রাজধানীর ধানমন্ডিতে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকার মেরিয়ট কনভেনশন হলের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের কাছে সরে যাওয়ার নির্দেশ অমান্য করায় শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। সকালে ঢাকার এক কলেজ শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। দুপুরে ধানমন্ডি ও সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে।

ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানিয়েছেন, শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করায় পরিস্থিতি এখন স্বাভাবিক।