সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে গ্রামীণ ঐতিহ্যে মুগ্ধ ফরাসি রাষ্ট্রদূত ও ইউএনডিপি প্রতিনিধির অতিথিরা


প্রকাশ :

রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করনী ইউনিয়নে সফরে এসে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিতে মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিদের ফুল, চাদর ও ভাওয়াইয়া গানের সুরে বরণ করা হয়। নারী শিক্ষার্থীরা ফুল হাতে সারি বেঁধে অতিথিদের অভ্যর্থনা জানায়।

লাঠিখেলা, ঘোড়াদৌড়, ভাওয়াইয়া সংগীত ও কৃষিনির্ভর লোকজ প্রদর্শনীতে উত্তরাঞ্চলের ঐতিহ্য তুলে ধরা হয়। দৃশ্যগুলো উপভোগ করে রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বলেন, “এ অঞ্চলের সংস্কৃতি বাংলাদেশের প্রাণশক্তি—এটি সংরক্ষণ ও বিকাশে আমরা পাশে থাকতে চাই।”

ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম পরিদর্শন শেষে তারা বলেন, গ্রামীণ জনগণের সেবায় ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা, যা উন্নয়নের এক অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. আইনুল ইসলাম। উপস্থিত ছিলেন ইউএনও সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দুলাল হোসেন, ওসি সাইফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুধীজন।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ইউএনডিপি প্রতিনিধি এ কে এম সোহেল বলেন, “ডিজিটাল সেন্টার এখন জনগণের সেবায় গ্রামীণ বিপ্লব ঘটাচ্ছে।” ইউএনডিপির সেকেন্ড ম্যান সোনালী দয়া রত্না জানান, “এই উদ্যোগ নারী উদ্যোক্তা ও স্থানীয় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

এর আগে প্রতিনিধি দল রংপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন করে ভোটার আইডি ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রযুক্তিগত প্রস্তুতি বিষয়ে আলোচনা করেন।