রংপুর অঞ্চলের বেকারত্ব দূরীকরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভাগের প্রতিটি জেলার বন্ধ শিল্পকলকারখানা গুলো পুনরায়চালুর দাবিতে করণীয় নির্ধারণ শীর্ষক বিভাগীয় ট্রেড ইউনিয়ন সম্মেলন হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপের উদ্যোগে সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির আহ্বায়ক জসিমউদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন, স্কপের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম আহ্বায়ক আবুল কাদের হাওলাদার। বক্তব্য রাখেন, শ্রম ও সংস্কার কমিশনের সদস্য আনোয়ার হোসেন, রাজেকুজ্জামান রতনসহ অন্যরা।
বক্তারা বলেন, রংপুরে শিল্পকলকারখানা থাকায় দিন-দিন বেকারত্ব বেড়েই চলেছে। পরিবার চালাতে শিশুরাও বিভিন্ন ভারী কাজে যুক্ত হয়ে সংসারের হাল ধরছে। এসব শিশুদেরকে বিনামূল্যে শিক্ষার আওতায় আনতে হবে। শ্রমিকদের জন্য শ্রম হাসপাতাল নির্মাণ করতে হবে।
অটোশ্রমিক, রিক্সাশ্রমিক, মটর শ্রমিক, কৃষি শ্রমিকসহ সকল শ্রমিকদের রেশনের আওতাভুক্ত করতে হবে। এছাড়াও ব্যস্ততম রংপুর নগরীর যানজট নিরসনে ফ্লাইওভার ও ওভার ব্রিজ নির্মাণ জরুরী। সম্মেলনে, শ্যামপুর চিনিকলসহ এ অঞ্চলের সকল চিনিকল পুনরায় চালুর দাবি জানানো হয়।