সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে নিরাপদ সড়ক দিবস উদযাপন


প্রকাশ :

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুন্নাহার সাথী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কফিল উদ্দিন, উপজেলা এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী আবদুর রশিদ মণ্ডল, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হুদা নাজু, এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, রাজারহাট মোটর শ্রমিক কমিটির কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আনিসুর রহমান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম লিডার আছলাম হোসেন সওদাগর, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, পিআইও মো. আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।