রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে শতাধিক শিক্ষার্থীর ওরিয়েন্টেশন গ্রহণ


প্রকাশ :

‘তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’— এই স্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), লালমনিরহাট-এর উদ্যোগে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নিয়ে তথ্য অধিকার আইন কী, এই আইনের আওতায় তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া এবং নাগরিক হিসেবে এ বিষয়ে নিজেদের ভূমিকা সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন।

ওরিয়েন্টেশন শেষে তথ্য অধিকার আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. ইসরাইল হোসেন, সনাক সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত ও রাওয়ানা মার্জিয়া, সনাক সদস্য স্বাপ্না জামান ও আশিক ইকবাল মিলন, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নাগরিকদের ক্ষমতায়নের হাতিয়ার। এই আইনের যথাযথ প্রয়োগ দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।