রংপুরে পৈত্রিক বাড়ি হাতিয়েনিতে মিথ্যা মামলা, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার (১৯ অক্টোবর) নগরীর একটিক মিউনিটি সেন্টার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী হালিমা খাতুন
তিনি লিখত বক্তব্যে জানান, রংপুর নগরীর রাধাবল্লভ এলাকার ওমর আলী ২০২২ সালে বার্ধক্য জনিত কারণে মারা যান। মৃত্যুর আগে তিনি তার সোয়া ৩ শতক জমির উপর ঘরবাড়ি ১০ সন্তানের মধ্যে বন্টনের ওছিয়ত করে যান। বাবার মৃত্যুর পর ওছিয়ত অনুযায়ী বাড়ির দুটি ঘর ৪ বোন সমান ভাগ পাওয়ার কথা থাকলেও বড় বোন ফাতেমা বেগম জোর পূর্বক ঘরগুলো দখলকরে রয়েছে। এনিয়ে ৯ ভাই-বোন প্রতিবাদ জানালে তাদের বিরুদ্ধে স্বর্ণচুরির মামলা, হয়রানি ও নানা ভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন ফাতেমা বেগম। এ ঘটনায় ভুক্তভোগী ৯ ভাই-বোন থানায় সাধারণ ডায়েরী করে। এনিয়ে পুলিশ একাধিকবার তদন্তসহ বৈঠক করলেও ঘরবাড়ির ন্যায্য বন্টন মানেননা ইফাতেমা। উপরন্তসংবাদ সম্মেলনকরে ভাই-বোনদের নামে মিথ্যা অপবাদসহ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। ভুক্তভোগীরা মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারসহ পৈত্রিক সম্পত্তির ন্যায্য হিস্যা ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওমরআলীর ছেলে মোস্তফা রহমান, মোস্তাক রহমান, আব্দুস সাত্তার, আব্দুর রহিম, রেজাউল করিম, আব্দুল কাদের লিমন, মেয়ে আকলিমা বেগম, আমেনা বেগমসহ অন্যরা।
এদিকে অভিযুক্ত ফাতেমা বেগম বলেন, ২০১৪ সালে আমার ডিভোর্স হওয়ার পর থেকে আমি বাবার বাড়ি রাধাবল্লভে থাকি। বাবা মৃত্যুর আগেতার দুটি ঘর আমাকে দিয়ে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে আমারভাই-বোনেরা সেই ঘর থেকে আমাকে উচ্ছেদে নানা ধরনের হুমকি দিয়ে যাচ্ছে। সেই সাথে আমার ঘরে সন্তানদের ভবিষ্যতের জন্য রাখা স্বর্ণ চুরি করা হয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করাহয়েছে তা মিথ্যা।