সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নদী বাঁচাও আন্দোলনের লালমনিরহাট আহবায়ক কমিটি গঠিত


প্রকাশ :

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন লালমনিরহাট জেলা আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে গত ১১ অক্টোবর লালমনিরহাট বার্তা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন অ্যাডভোকেট চিত্ত রায় মন্টু। বক্তব্য রাখেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের জাতীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম. শফিকুল ইসলাম কানু।

সভায় অ্যাডভোকেট চিত্ত রায় মন্টুকে আহবায়ক, অধ্যক্ষ আমিরুল হায়াত মুকুলকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ কামরুল ইসলাম কাজলকে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট লালমনিরহাট জেলা কমিটি গঠন করা হয়।

সদস্যরা হলেন—সহকারী অধ্যাপক ড. আফতাবুজ্জামান, রিয়াজুল হক সরকার, অধ্যক্ষ আফলাতুল, রওশন নবী মোহন, শহিদুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল করিম শাহিন, ডা. আসিক ইকবাল ইসলাম মিলন, মজিদুল হক, মাসুম মিয়া, জাহাঙ্গীর আলম রিকো, আজিনুর রহমান ও সৈকত ইসলাম।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে আগামী ১ নভেম্বর সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় নদী কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে দুই পর্বে বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপি, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নদীযোদ্ধারা বক্তব্য রাখবেন। বাংলাদেশের ৬৪ জেলার প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এনজিও কর্মীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।