সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আনিছুর রহমান লাকু’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল


প্রকাশ :

রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব ও বিশিষ্ট ঠিকাদার আনিছুর রহমান লাকু’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল করেছে জেলা ও মহানগর ঠিকাদার সমিতি।

সোমবার (১৩ অক্টোবর) রাতে জিলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে ঠিকাদার মঞ্জুর আহমেদ আজাদের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ,  বিএনপি নেতা ফজলুর রহমান বাদল, সেলিম চৌধুরী, ঠিকাদার রফিকুল ইসলাম মিঠু, লিটন পারভেজ, রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তানবীর হোসেন আশরাফী, ঠিকাদার ও জাতীয় পার্টি নেতা লোকমান হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনসহ ঠিকাদাররা।

এ সময় বক্তারা বলেন, আনিছুর রহমান লাকু ছিলেন জেলা বিএনপি’র প্রাণ। তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে বহুবার জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। মিথ্যা মামলায় তাকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। সদা হাস্যোজ্জ্বল আনিছুর রহমান লাকু সকল প্রতিকূলতাকে কাটিয়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে গেছেন।তিনি ঠিকাদারদের সংগঠিত করেছেন। 

করোনার আঘাতে পথে বসা ঠিকাদারদের মনোবল বৃদ্ধিসহ সরকারী প্রতিষ্ঠানের সাথে ঠিকাদারদের পক্ষে কথা বলেছেন। হৃদরোগে আক্রান্তহয়ে আনিছুর রহমান লাকু’র আকস্মিক মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।  এর পর মডেল মসজিদের ইমাম জাহিদুল হক আনিছুর রহমান লাকুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন।