মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরকে প্রদেশ ঘোষণা সহ একজন মূখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠনের দাবীতে সংবাদ সম্মেলন


প্রকাশ :

রংপুর প্রদেশ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদ। একজন মূখ্যমন্ত্রীসহ ৯ সদস্যের প্রাদেশিক সরকার গঠন। এক তৃতীয়াংশ বিভিন্œ শ্রেণি-পেশার-৫০জন ও জন সাধারনের পৃথক ভোটে নির্বাচিত প্রতিনিধিসহ ১০০জন সদস্য বিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন। সমাজ শক্তির নাগরিকের অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব প্রাপ্তের সাংবিধানিক নিশ্চয়তা বিধানে এক ব্যক্তির দুই ভোট প্রণয়ন।(চধৎঃরপরঢ়ধঃড়ৎু উবসড়পৎধপু দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন। দেশে ৯টি প্রদেশ গঠনের জন্য মঙ্গলবার সকালে জুলাই ৩৬ চত্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি দাবী জানান।

রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, রংপুরের ৮টি জেলা নিয়ে রংপুরকে প্রদেশ বাস্তবায়নের দাবীতে বিগত ২০ বছর যাবত আমরা আন্দোলন-সংগ্রাম করে আসছি। আমাদের রংপুরের ৮টি জেলার সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক-শিক্ষা-চিকিৎসা-চাকুরীসহ বিভিন্ন দিক থেকে আমরা আজ চরম বৈষম্যের শিকার।সময় এসেছে অধিকার তরান্বিত করার প্রত্যয়ে রংপুরবাসীকে ধর্ম-বর্ণ ভূলে গিয়ে একতাবদ্ধ হয়ে জোরালো আন্দোলন করার। কিন্তু দুঃখের বিষয় সরকার রংপুরকে অদ্যবধি প্রদেশ ঘোষণা করেনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। গ্যাস আসেনি। শিল্প কারখানা গড়ে ওঠেনি। বেকার সমস্যা দূরীকরণ হয়নি। ২৪’র জুলাই বিপ্লবের শহীদের শ্রদ্ধা জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করর দাবী করেন।

আমিন উদ্দিন বিএসসি বলেন, শাসনকাঠামো ও শাসন পদ্ধতি পরিবর্তন করার ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। বিদ্যমান ঔপনিবেশিক শাসনব্যবস্থার বিপরীতে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনে দেশ শাসনে রাজনৈতিক দলের সাথে শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী ও সমাজশক্তির অংশীদারিত্ব সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে, যা মূলত কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে।শুধুমাত্র রাজনৈতিক দল কর্তৃক বিদ্যমান সমাজের গণআকাঙ্খা পুরণ আর সম্ভব হচ্ছে না। দল কেন্দ্রিক গণতন্ত্র চর্চার পরিবর্তে আরও সম্প্রসারিত গণতন্ত্র করতে হবে। অর্থ্যাৎ 'অংশীদারিত্বের গণতন্ত্র' ((চধৎঃরপরঢ়ধঃড়ৎু উবসড়পৎধপু) ভিত্তিক প্রজাতন্ত্র বিনির্মাণ করাই হচ্ছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল আকাঙ্খা। এই ধরনের রাজনীতি ব্যবস্থাপনায় রাষ্ট্রকে অন্তর্ভূক্তি মূলক করবে এবং সমাজের সকল অংশের মানুষের আত্মবিকাশ ও জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে সুযোগ নিশ্চিত করবে। জুলাই সনদ বাস্তবায়ন হলে আমরা নতুন ধারার রাজনীতি, নতুন একটি দেশ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, সাংগঠনিক সম্পাদক ছাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এবিএম মশিউর রহমান, সদস্য সার্জেন্ট অবঃ আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।