পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া রাসেল খান (৩৩) নামের এক যুবকের লাশ ৩ দিন পর উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাতির খাল এলাকা থেকে স্থানীয়দের খবর পেয়ে বাউফল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
রাসেল খান উপজেলার নাজিরপুর–তাঁতেরকাঠি ইউনিয়নের ইউসুফ খানের ছেলে।
ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়েও রাসেলের সন্ধান পায়নি। অবশেষে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে দূরে বাতির খাল এলাকায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ অক্টোবর সন্ধ্যার দিকে রাসেল খানসহ ৪ জন একটি নৌকায় ইলিশ মাছ কিনে ফিরছিলেন। তেঁতুলিয়া নদী থেকে কালাইয়া খালে প্রবেশের সময় নৌ–পুলিশের টহল দেখে আতঙ্কে নদীতে ঝাঁপ দেন রাসেল। এ সময় নৌকার অন্যরা পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান।