সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত


প্রকাশ :

"এতদিন তুমি পৃথিবী গড়েছো  ,আজ আমি স্বপ্ন গড়বো ,  সযত্নে তোমায় রাখবো আগলে "এই  প্রতিপদ্যকে ধারন করে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ৭ অক্টোবর  বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী,ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা।

পৌরসভা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ইউনুস হোসেনের।  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।  বিশেষ অতিথি ছিলেন  পুলিশ সুপার তরিকুল ইসলাম, পৌর প্রশাসক রাজীব আহসান, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ- পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান, প্রবীণ হিতৈষী সংঘ লালমনিরহাট জেলা শাখার প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক রীরপ্রতীক এবং উপদেষ্টা আলহাজ্ব এস এ হামিদ বাবু, এতেজেলা শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে প্রবীণ হিতৈষী সংঘের  আয়োজন একটি বর্ণাঢ্য র‍্যালি পৌরসভা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।