সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধায় ওলামা দলের সদস্য সচিব আব্দুস ছোবাহানকে নিয়ে কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সম্মেলন এলাকাবাসী। 

 উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে ১ নং পুর্ব ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা মাঠে এলাকাবাসীর আয়োজনে মাদরাসার শিক্ষক ও কমিটির সদস্য বৃন্দ সহ এলাকাবাসী এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, আবু বক্কর সিদ্দিক, আব্দুস ছোবাহান ও উক্ত মাদরাসার শিক্ষকগণ।

বক্তাগণ বলেন, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নে ১ নং পুর্ব ফকিরপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও কমিটি নিয়ে বিরোধ চলছে। ইতোমধ্যে নুরনবী নামে এক ব্যক্তি ওই মাদরাসা সরকারি অনুমোদনে নানা ভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এ সময় তারা আরো অভিযোগ করেন নুরনবী নামে ওই ব্যক্তি মাদরাসার শিক্ষককের  কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। উহার প্রতিবাদ করায় ওলামা দলের সদস্য সচিব আব্দুস ছোবাহানকে নিয়ে কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালায়। যে আমরা মাদরাসা দখলে নিয়ে ভুয়া নিয়োগ দিয়েছি।  আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাই।  তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত নুরনবী।