সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু


প্রকাশ :

রংপুরে মাছ ধরার সময় বজ্রপাতে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নের জ্যোতিডাঙ্গা বিলে এ দূর্ঘটনা ঘটে। মিজানুর রহমান পাঁচগাছীর কেশবপুর গ্রামের জলিল মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া।

তিনি জানান, সকালে জ্যোতিডাঙ্গা বিলে ডারকি দিয়ে মাছ ধরতে যান মিজানুর। সকালে হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে মিজানুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, মিজানুর রহমান দুই সন্তানের জনক। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাধ্যমত তার পরিবারের পাশে দাঁড়াবো। ইউনিয়নবাসীকে বজ্রপাতের সময় বাহিরে অবস্থান না করার পরামর্শ দিয়েছি।