বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে জেলা ও মহানগর ইউনিট কমান্ডসহ উপজেলা ও থানা পর্যায়ের কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির বিষয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এক পত্রের মাধ্যমে পাঠানো নির্দেশনায় জানানো হয়, সারাদেশে প্রায় সব জেলা ও মহানগর কমান্ড এবং উপজেলা/থানা পর্যায়ের ৮০ শতাংশেরও বেশি কমান্ড ইতোমধ্যে গঠিত হয়েছে। বাকি কমান্ডগুলো দ্রুত গঠন করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রে অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, কিছু কিছু ইউনিটে বিতর্কিত বা অভিযুক্ত মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত হচ্ছেন, যা অনভিপ্রেত এবং কেন্দ্রীয় কমান্ড প্রদত্ত অঙ্গীকারনামার পরিপন্থী। তাই যেসব কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধারা যুক্ত হয়েছেন, তাদের অব্যাহতি দিয়ে শুন্য পদে রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে হবে। এ বিষয়ে গৃহীত সিদ্ধান্তের কপি অবশ্যই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে প্রেরণ করতে হবে।
কেন্দ্রীয় কমান্ড জানায়, তাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদ গঠন। পাশাপাশি একাত্তরের মুক্তিযোদ্ধাদের গৌরবজনক পরিচিতি জাতির সামনে তুলে ধরা।
নির্দেশনায় স্বাক্ষর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর এবং সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।