রংপুরে বৈধ কাগজপত্র ছাড়া কার্যক্রম চালানো অপচিকিৎসায় এক রোগীর মৃত্যুর ঘটনায় অভিযান চালিয়ে দুটি বেসরকারি ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করা হয়েছে। একই সাথে ক্লিনিক দুটির কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে রংপুর নগরের ধাপ এলাকার ‘বাংলাদেশ হাসপাতাল’ ও ‘রেইনবো ক্লিনিক’ নামের প্রতিষ্ঠান দুটিতে পৃথক অভিযান চালানো হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেশকাতুল আবেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, প্রতিষ্ঠান দুটি বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চিকিৎসা কার্যক্রমের ব্যবসা চালিয়ে আসছিল। সেখানে ছিল না প্রশিক্ষিত চিকিৎসক ও পর্যাপ্ত জনবল।অস্বাস্থ্যকর নোংরা ও অনিরাপদ পরিবেশে চালু ছিল অপারেশন থিয়েটার। এসব অনিয়মের দায়ে বাংলাদেশ হাসপাতাল ও রেইনবো ক্লিনিককে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিলগালা করা হয় উভয় ক্লিনিকের অপারেশন থিয়েটার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে দেখা গেছে, এই দুই ক্লিনিকে চরম অনিয়ম চলছে। জনস্বাস্থ্য রক্ষায় আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।
রংপুরের সিভিল সার্জন শাহীন সুলতানা বলেন, অপচিকিৎসা ও অননুমোদিত কার্যক্রমে আমরা কোনো ছাড় দেব না। জনস্বাস্থ্য নিয়ে খেলা চলতে দেওয়া হবে না।
স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মেশকাতুল আবেদ বলেন, এ ধরনের ক্লিনিকে সাধারণ মানুষ যাতে চিকিৎসা না নেয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।