বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ব্যক্তিগত আবাদি জমিতে রাস্তা নির্মাণ, তিস্তা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মুন্সির বাজার এলাকায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি নতুন রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পূর্বে চলাচলের জন্য বিদ্যমান রাস্তা থাকলেও, নতুনভাবে ব্যক্তিগত আবাদি জমি কেটে রাস্তা তৈরি করা হচ্ছে যা পরিবেশ ও কৃষি উভয়ের জন্য হুমকিস্বরূপ।

জানা গেছে, কালীগঞ্জ উপজেলা সদর থেকে শুরু করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মিনার বাজার পর্যন্ত এই রাস্তাটি বিস্তৃত। এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তিস্তা নদীতে বোমা মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এমনকি তারা এই বালু দিয়ে নতুন রাস্তা তৈরি করছে, যার ফলে স্থানীয় কৃষকরা তাদের আবাদি জমি হারাচ্ছেন।

এলাকাবাসী এ বিষয়ে লিখিত অভিযোগও করেছেন উপজেলা প্রশাসনের কাছে। তারা বলেন, অব্যাহত বালু পরিবহনের জন্য ব্যবহৃত ভারী যানবাহনের কারণে পুরোনো রাস্তা ও সেতু প্রায় অযোগ্য হয়ে পড়েছে। বাধা দিলে বালু উত্তোলনকারীরা নতুন রাস্তা নির্মাণ শুরু করে, যা এখন আবাদি জমির ওপর দিয়ে তৈরি হচ্ছে।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, অবৈধভাবে বালু উত্তোলন ও আবাদি জমিতে রাস্তা নির্মাণের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ইতোমধ্যে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।