বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা শ্রমিকদল নেতার


প্রকাশ :

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছেন বিএনপির অঙ্গ সংগঠন পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক (৪২) বুধবার (২৫ জুন) রাতে ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন পরবর্তীতে  তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে  পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লাইভে আসার আগে ওমর ফারুক নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। যেখানে তিনি আত্মহত্যার কারণ ব্যাখ্যা করেন। 

সেখানে তিনি লেখেন, “আমি বিএনপি করে নিজের জীবন শেষ করে ফেললাম... আমি আর বাঁচতে চাই না। বিদায়…”

স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, লালমনিরহাট জেলা বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান তিনি।

তার ভাষ্য মতে, পাটগ্রাম উপজেলা বিএনপিতে কিছু ‘সুযোগসন্ধানী’ ও ‘সুবিধাবাদী’ চাঁদাবাজের দখল চলে এসেছে। যারা দলের ক্ষতি ছাড়া আর কিছুই করছে না। দলের জন্য তিনি ত্যাগ স্বীকার করেছেন, মার খেয়েছেন, সংসার চালাতে হিমশিম খেয়েছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি।


তিনি আরও জানান, আগামীকাল তার মেয়ের এইচএসসি পরীক্ষা, এবং এই পরিস্থিতিতে মেয়েটি পরীক্ষা দিতে পারবে কি না সে ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

ওমর ফারুক তার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ জানিয়েছেন, যেন ‘সুবিধাবাদীদের’ দল থেকে বাদ দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দলীয় নেতাকর্মীরা বলছেন, ঘটনাটি মর্মান্তিক এবং তা তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া দরকার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ওমর ফারুকের শারীরিক অবস্থা গুরুতর। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।