লালমনিরহাটের পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বুকে ঘুষি দেওয়ায় সাহেব আলী নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ জুন) রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বেলেরবাড়ী এলাকায় বসতবাড়ি জমির সীমানায় গাছ লাগায় সাহেব আলী (২৬)। গাছ লাগানোকে কেন্দ্র করে এই সময় রহিজ উদ্দিনের (৪৫) সাথে তর্ক বাধে রহিজ উদ্দিনের। একপর্যায়ে সাহেব আলীর বুকে পরপর তিনটা ঘুষি দেয় সাহেব আলী। এতে ঘটনাস্থলে মাটিতে পড়ে যায় মামা রহিজ উদ্দিন। স্থানীয়রা আহত অবস্থায় রহিজ উদ্দিনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথে মারা যায় তিনি (রহিজ উদ্দিন)।
রহিজ উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম বলেন, ‘বাড়ির সীমানায় গাছ লাগায় প্রতিবেশী সাহেব আলী। বাধা করায় আমার স্বামীর বুকে ঘুষি মারে সাহেব আলী। এ সময় তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার সময় পথে তিনি মারা যান। আমি স্বামীর হত্যাকারীর বিচার চাই।’
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নবীর হোসেন বলেন, ‘জমি নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন বাড়ীর সীমানায় গাছ লাগানোকে কেন্দ্র করে রহিজ উদ্দিনের সাথে সাহেব আলীর কথা কাটাকাটি হয়। এ সময় সাহেব আলী রহিজ উদ্দিনের বুকে ঘুষি মারে। শুনেছি এতে তাঁর (রহিজের) মৃত্যু হয়েছে।’
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছি। গাছ লাগানোর ঘটনায় বুকে ঘুষি মারায় মৃত্যুর কথা শুনেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’