বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বিএনপি কর্মী লাবলু মিয়া হত্যা মামলায় ১৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ


প্রকাশ :

রংপুরের বদরগঞ্জে বিএনপি কর্মী লাবলু মিয়া হত্যা মামলায় ১৪ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৪ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তারিখ হোসেনের আদালতে মামলার ১৪ জন আসামী জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন না মঞ্জুরকরে তাদের জেলহাজতে পাঠানোর নিদের্শ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক শাকিলা চৌধুরী। 

উল্লেখ্য, দোকান ঘর ভাড়াকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল সকালে সাবেক বিএনপি নেতা মোহাম্মদ আলী সরকার, হুমায়ুন কবির মানিকের কর্মী-সমর্থকদের সাথে সাবেক বিএনপি নেতা ও কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক মানিকের কর্মী-সমর্থকদের মাঝে রক্ত ক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ আলী সরকারের অনুসারী বিএনপি কর্মী লাবলু মিয়া নিহতহন এবং সাংবাদিকসহ ২০ জন আহত হন। এ ঘটনায় শহিদুল ইসলাম মানিকসহ ১২ জনের নাম উল্লেখসহ ১৫০ জন অজ্ঞাতকে আসামী করে মামলা দায়ের করেন লাবলু মিয়ার ছেলে রায়হান কবীর।