বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে তিস্তার ভাঙন প্রতিরোধ কাজে দুর্নীতির বিরুদ্ধে গণবিক্ষোভ মিছিল


প্রকাশ :

 অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপ "তিস্তা নদীর উত্তর তীর রক্ষা'র কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ঠিকাদার,প্রকৌশলী ও সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে গণবিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশামের তিস্তা তীরবর্তী বিক্ষুব্ধ জনগনের অংশগ্রহণে গণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম দুলাল, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর খলিলুর রহমান রুকু,সেক্রেটারি আব্দুস ছালাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের যুগ্ম আহবায়ক হাসান জিহাদির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব তানজিম হাসান,জাতীয় নাগরিক পার্টি উপজেলা সংগঠক আরিফ হাসান,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান, ভাঙনে বাস্তুচ্যুত আবদুল মালেক,শ্রমিক শফিকুল ইসলামসহ আরও অনেকে।এসময়ে বক্তারা বলেন, ডাম্পিং এ প্রতিটি জিও ব্যাগে বালুর পরিমাণ কম।এছাড়াও  শ্লোপিং এর কাজে নির্দিষ্ট পরিমাণের কম সিমেন্ট ব্যবহার ও গুণগত মান সম্পুর্ন বালুর ব্যবহার না করাসহ নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেন।জানাগেছে সেকসন ১কোটি ৭৬ লক্ষ ৫৪ হাজার ৩শত টাকায়  কাজটি বাস্তবায়ন করতেছে মো: জামাল হোসেন ঠিকাদারি প্রতিষ্ঠান।