শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আর্ত মানবতার সেবায় বিজিবি: পার্বত্য খাগড়াছড়ির দুর্গম বাবুছড়ার প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান


প্রকাশ :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার  প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল ২১ এপ্রিল  বিজিবি'র বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম বাবুছড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

অত্র ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর  সুহিল ইবনে আজম কর্তৃক পরিচালিত এই মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৫০ জন পুরুষ, ১৪২ জন মহিলা ও ৭০ জন শিশুসহ সর্বমোট ২৬২ জন পাহাড়ী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।