লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পোদোলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্তসংলগ্ন খর্পোদোলায় গরুর জন্য ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের কাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সংযোগের খুঁটি ভেঙে বৈদ্যুতিক তার ঝুলে ছিল। ঘাস কাটার একপর্যায়ে সেই ঝুলে থাকা তারটি তার গলায় পেঁচিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুপুরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন মৃত অবস্থায় ।
গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, বিষয়টি শুনেছি। ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলামের মৃত্যু হয়েছে।এবিষয়ে হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।