বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আদিতমারীতে স্কাউট ভবনের নির্মান কাজ পরিদর্শন করলেন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য


প্রকাশ :

 লালমনিরহাট আদিতমারী উপজেলা স্কাউটের ৩ তালা বিশিষ্ট ভবনের নির্মান কাজ পরিদর্শন করেন Advocacy স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ডা.আমিনুল ইসলাম।

শনিবার (১২ এপ্রিল) সকালে তার নেতৃত্বে পরিদর্শন দল ভবনের নির্মান কাজ পরিদর্শণ করা হয়। পরিদর্শণকালে অন্যাদের মধ্যে ছিলেন প্রকল্প পরিচালক রুহুল আমিন, উপ- পরিচালক (প্রোকৌশল) ইয়াকুবুল্লাহ, সহকারী পরিচালক জনাব সুধীর চন্দ্র বর্মন,  দিনাজপুর অঞ্চলের যুগ্ন সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান।

স্থানীয়দের মধ্যে স্কাউট ব্যাক্তিত্ব মোজাম্মেল হক, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক জনাব শওকাত আরা সিদ্দিকা, জেলা স্কাউট সম্পাদক একরামুল হক ও কমিশনার মঞ্জুর হোসেন, আদিতমারী উপজেলা স্কাউট কমিশনার জনাব আলমগীর হোসেন কাজী,  উপজেলা স্কাউট সম্পাদক মফিদুল ইসলাম মোহন, উপজেলা কাব লিডার শামীম আলম, ভবনের নির্মান কাজের ঠিকাদার হামিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট সদস্য ও ইউনিট লিডারবৃন্দ এবং আদিতমারী উপজেলা স্কাউটসের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

 এর আগে  অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসেরর সভাপতি বিধান কান্তি হালদার। পরিদর্শন দল ভবনের নির্মান কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।  

উল্লেখ্য বাংলাদেশ স্কাউটসের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট উপজেলা স্কাউট ভবনের নির্মান কাজ চলমান রয়েছে।