২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং হজ প্যাকেজ-২ এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। গত বছরের তুলনায় এবারের প্যাকেজগুলোর খরচ কমেছে যথাক্রমে ১ লাখ ৯ হাজার ১৪৮ টাকা ও ১১ হাজার ৭১০ টাকা।
আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই প্যাকেজ ঘোষণা করেন। তিনি বলেন, "বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জনসংখ্যার প্রায় ৯৩ শতাংশ মুসলমান। হজযাত্রীর সংখ্যার বিবেচনায় বিশ্বে আমাদের অবস্থান চতুর্থ। অনেক দিন ধরে ধর্মপ্রাণ মুসলমানরা হজ প্যাকেজের মূল্য কমানোর দাবি জানিয়ে আসছেন।"
তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় হজ প্যাকেজের মূল্য কমাতে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও বৈঠক করেছে। একটি প্রতিনিধি দল সম্প্রতি সৌদি আরব সফর করে সেখানকার হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে এবং হজ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানকারী কোম্পানির সাথে মতবিনিময় করেছে। মক্কা ও মদিনায় হজযাত্রীদের আবাসনের জন্য হোটেলও পরিদর্শন করা হয়েছে।
এই বছর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এছাড়া, একটি বিশেষ প্যাকেজ গ্রহণের সুযোগও রাখা হয়েছে।
২০২৫ সালের ৫ জুন চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর হজ পালন করার সুযোগ থাকবে।
সরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজ-১ এ মক্কায় হারাম শরীফের বহির্গত চত্বর থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে। মক্কায় হারাম শরীফে যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজে মিনা তাঁবুর অবস্থান হবে গ্রিন জোনে (জোন-৫) এবং মিনা-আরাফায় 'ডি' ক্যাটাগরির সেবা পাওয়া যাবে।
সরকারি হজ প্যাকেজ-২ এ মক্কায় হারাম শরীফের বহির্গত চত্বর থেকে দূরে এবং মদিনায় মার্কাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়েছে।উভয় প্যাকেজের হজযাত্রীরা মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনা ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন। মিনায় এবং আরাফায় মোয়াল্লিম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। উভয় প্যাকেজেই মক্কা ও মদিনায় এটাচড বাথরুমসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসনের ব্যবস্থা থাকবে। হোটেলে থাকবে রেফ্রিজারেটরের সুবিধা। এছাড়া, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মক্কা, মদিনা ও জেদ্দায় বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।
প্রতিটি হজযাত্রীকে খাবারের জন্য ন্যূনতম ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানির জন্য ৭৫০ সৌদি রিয়াল সঙ্গে রাখতে হবে। অতিরিক্ত অর্থ প্রদান করে মক্কা ও মদিনার বাড়ি বা হোটেলে ২, ৩ বা ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।এ সময় ধর্ম সচিব মো. আ. হামিদ জামাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলামসহ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।