শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

লালমনিরহাটের ৫ জনসহ রংপুরের ৫ জেলার ৬০ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল


প্রকাশ :

গত ২৯ শে অক্টোবর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট শাখার প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুর বিভাগের ৫টি জেলার ৬০ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট, লালমুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হযেছে। তন্মধ্যে লালমনিহাট জেলার ৫ জন মুক্তিযোদ্ধা নাম বাতিল তালিকায় রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫নং আইন) এর ৬(গ) ধারা এবং (Rules of Business) 1996 Schedule-1 (Allocation of business)  এর ক্রমিক নাম্বার ৪১, এন্ট্রি নাম্বার ৫ এর প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ১০০ তম সভার আলোচ্য সূচি ০৩-এর সিদ্ধান্ত মোতাবেক বাতিলকৃত গেজেট, লালমুক্তিবার্তা ও ভারতীয় তালিকা প্রকাশ করা হলো।

তন্মধ্যে দিনাজপুর জেলায় ৩১ জন, গাইবান্ধা জেলায় ১৭ জন,  রংপুর জেলায় ৬ জন, লালমনিহাট জেলায় ৫ জন  ও ঠাকুরগাঁ জেলায় ১জন।

লালমনিহাট জেলার ৫ জনের মধ্যে ক্রমিক নাম্বার ৫০, গেজেট নাম্বার ১৮৬৮, মোঃ সাফিউল ইসলাম, পিতা মৃত  ইছাম উদ্দিন, গ্রাম শমশেরপুর, ডাকঘর শমসেরপুর, উপজেলা পাটগ্রাম। ক্রমিক নাম্বার ৫১, গেজেট নাম্বার ৫৫৩, মো: নুরুজ্জামান সরকার পিতা মৃত অপুর আলী, গ্রাম তালুক খুটামারা (বানভাসা মোড়) লালমনিরহাট পৌরসভা, লালমনিরহাট  সদর। ক্রমিক নাম্বার ৫২, লাল মুক্তিবার্তা নাম্বার ০৩ ১৪ ০৩ ০৩ ০৯, মোঃ আনোয়ারুল ইসলাম নাজু মাস্টার, পিতা মৃত  আব্দুল আজিজ আহম্মেদ, গ্রাম রসুলগঞ্জ, ডাকঘর ও উপজেলা পাটগ্রাম। ক্রমিক নাম্বার  ৫৩, ভারতীয় তালিকা নাম্বার ৪৩৭১৭, মো: মুসা আলী, পিতা মৃত তমিজ উদ্দিন, গ্রাম রহমানপুর,  ডাকঘর ও উপজেলা পাটগ্রাম। ক্রমিক নাম্বার ৫৪ লাল মুক্তিবার্তা ০৩১৪০৩০২৮৯, শাহ বদরুদ্দোজা সিদ্দিক, পিতামৃত মো: মাসুদ, গ্রাম রসুলগঞ্জ, ডাকঘর ও উপজেলা পাটগ্রাম।