শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করবে: আমির


প্রকাশ :

জামায়াতে ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের চূড়ান্ত প্রার্থী তালিকা যথাসময়ে ঘোষণা করবে বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষ করে দেশে ফিরতি পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির জানান, ‘আমরা প্রায় এক বছর আগে থেকেই আঞ্চলিকভাবে সম্ভাব্য তালিকা প্রকাশ করেছি। চূড়ান্ত তালিকা কেন্দ্রীয় কমিটির অনুমোদনের পর সময়মতো ঘোষণা করা হবে। যেহেতু আমরা একা নির্বাচন করব না এবং আরও অনেককে অন্তর্ভুক্ত করব, তাই দেশের ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই তালিকা প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি আমির হিসেবে নির্বাচিত হইনি, বরং সহকর্মীরা এই দায়িত্ব আমাকে অর্পণ করেছেন। দায়িত্বটি ভারী। আল্লাহর সাহায্য ও সমর্থন চাই দেশের ও দ্বীনের কল্যাণে কাজটি সফলভাবে সম্পন্ন করতে। পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।’

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, তবে সেটি গণতন্ত্রের অংশ। মতবিরোধকে উসকে দেওয়া উচিত নয়।’

এর আগে ১৯ অক্টোবর ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেন শফিকুর রহমান। এরপর ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংবাদ সম্মেলনে অংশ নেন এবং পরবর্তী সময় যুক্তরাজ্যে যান। এসব দেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি।