মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

‘শাপলা কলি’ এখন ইসির প্রতীক তালিকায়


প্রকাশ :

দীর্ঘদিনের দাবির পর শেষ পর্যন্ত ‘শাপলা কলি’ যুক্ত হলো নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন প্রতীক তালিকা প্রকাশ করা হয়। তাতে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংযোজন-বিয়োজন করা প্রতীকগুলোর মধ্যে ‘শাপলা কলি’ও রয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ১১৫টি প্রতীকের তালিকায় এই প্রতীকটি ছিল না। তখন ইসি জানিয়েছিল, তালিকায় না থাকায় ‘শাপলা কলি’ কোনো দলকে দেওয়া সম্ভব নয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই। আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনের সময় ছাত্র–তরুণদের উদ্যোগে গঠিত এই দলটি কয়েক মাস আগে ইসির পর্যালোচনায় নিবন্ধনযোগ্য দল হিসেবে বিবেচিত হয়।

তখন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনসহ ইসির কর্মকর্তারা জানান, নির্ধারিত তালিকায় প্রতীকটি না থাকায় তা দেওয়া যাবে না। এমনকি ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ ১১৫টি প্রতীকের শিডিউলে শাপলা নেই।”

তবে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম সোমবার মন্তব্য করেছিলেন, “যেহেতু আইনগত বাধা নেই, আমরা শাপলা প্রতীক আদায় করবই।”

শেষ পর্যন্ত এনসিপির সেই দাবি পূরণ হলো। আজ প্রকাশিত নতুন তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন।