মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাকায় মাথাপিছু আয় ৬ লাখ ২৪ হাজার টাকা: ডিসিসিআই রিপোর্ট


প্রকাশ :

দেশের মানুষের গড় মাথাপিছু আয় বর্তমানে ২ হাজার ৮২০ ডলার। তবে ঢাকাবাসীর আয় জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি—প্রতি ব্যক্তির বার্ষিক আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৩ ডলার বা প্রায় ৬ লাখ ২৪ হাজার ৭২৩ টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসেবে)।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশিত অর্থনৈতিক সূচকে এই তথ্য উঠে আসে।

ডিসিসিআইয়ের প্রতিবেদনে বলা হয়, দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর ৪৬ শতাংশই আসে ঢাকার অবদান থেকে। দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশেরও বেশি ঢাকাকেন্দ্রিক। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশের বেশি মানুষ বসবাস করে এই শহরে—যা এশিয়ার শহরগুলোর মধ্যে সর্বোচ্চ ঘনত্বের একটি।

প্রতিবেদনে আরও জানানো হয়, দেশের মোট রপ্তানির ৪০ শতাংশই আসে ঢাকা থেকে। উৎপাদন খাতে ৩৬৫টি প্রতিষ্ঠান ৫৬ শতাংশ নিয়ন্ত্রণ করছে, আর সেবাখাতের বড় অংশ ২৮৯টি প্রতিষ্ঠানের হাতে। তৈরি পোশাক খাতেও প্রবল কেন্দ্রীকরণ দেখা যায়—মোট উৎপাদনের ৫৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে মাত্র ২১৪টি প্রতিষ্ঠান।

ডিসিসিআই মনে করে, এই প্রবণতা ঢাকার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং দেশের আঞ্চলিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।