মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

বিদেশে থাকা করদাতারা এখন সহজেই অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন, ওটিপি যাবে ই–মেইলে


প্রকাশ :

বিদেশে অবস্থানকারী বাংলাদেশি করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ হয়েছে। এখন থেকে প্রবাসী করদাতারা অনলাইনে আয়কর বিবরণী বা ই–রিটার্ন জমা দেওয়ার সময় ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) মুঠোফোনের পরিবর্তে ই–মেইলে পাবেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগে ই–রিটার্নের নিবন্ধনের সময় ওটিপি কেবল করদাতার নিজ নামে নিবন্ধিত স্থানীয় সিমে পাঠানো হতো। কিন্তু বিদেশে অবস্থানরত করদাতাদের অনেকের এমন সিম না থাকায়, তাদের সুবিধার্থে এখন ই–মেইলে ওটিপি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান নিশ্চিত করার জন্য তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি), ভিসা সিলের কপি, ই–মেইল ঠিকানা এবং একটি সাম্প্রতিক ছবি নির্দিষ্ট ই–মেইলে পাঠাতে হবে। যাচাই শেষে এনবিআর আবেদনকারীর ই–মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠিয়ে দেবে। ওই লিংকে গিয়ে ওটিপি ব্যবহার করে সহজেই ই–রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের তথ্যানুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত সাড়ে আট লাখেরও বেশি করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন। চলতি অর্থবছরে রিটার্ন দাখিলের সময়সীমা ১ জুলাই থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত।

নতুন নিয়ম অনুযায়ী, চলতি মৌসুম থেকে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং দেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া বাকি সব ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতি প্রাপ্ত করদাতারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।