প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তার ভাষায়, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তাতে তিনি “একটি হত্যার জন্য একবার ফাঁসির যোগ্য হলে, অন্তত ১৪০০ বার মৃত্যুদণ্ড পাওয়া উচিত”।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালতে যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি ও বোমাবর্ষণের নির্দেশ দিয়েছিলেন বলে যুক্তিতর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়া আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশের কথাও প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও দাবি করেন, ভারতে অবস্থান করেও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন।
চিফ প্রসিকিউটর বলেন, “পৃথিবীর যে কোনো আদালতে এমন সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে সর্বোচ্চ শাস্তি ছাড়া বিকল্প নেই।” সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবে বলেও জানান তিনি।