মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ জাতীয়

ঢাবি ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা


প্রকাশ :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি জালালকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই মুহসীন হল থেকে জালালকে বহিষ্কারের ঘোষণা দেন প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, “এ ধরনের নৃশংস ঘটনার জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার্থে তাঁর ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে জালাল তাঁর রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। আহত রবিউল জানান, রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে শব্দ করতে থাকেন। তিনি প্রতিবাদ করলে জালাল ক্ষিপ্ত হয়ে তাঁকে বহিরাগত বলে গালিগালাজ করেন এবং একপর্যায়ে ছুরিকাঘাত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না।”