লালমনিরহাট বার্তা
কেউ জানে না -মোঃ আমিরুল ইসলাম
বার্তা ডেস্কঃ | ১৮ সেপ, ২০২২, ১২:৩০ PM
কেউ জানে না -মোঃ আমিরুল ইসলাম

দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত পথিক/পথ খুঁজে ফিরে,

কিন্তু পথের দিশা বন্ধুরই বটে/তথাপি সাধ্যের অতীত কল্পনা বিলাস

অভুতপূর্ব অভ্যুথান, যেন মাদকের সুরাপানে/মোহিত হয়ে দিক বিতিক ছোটাছুটি-

যেন একটি সীমাহীন আকাশের নিচে/অসীমের ভাবনা।

উন্মাদ হয়ে উঠা যুবাদের অর্গানগুলো,/এমফিটামিন আর নিকোটিনে ভরা রক্তপিন্ড

হয়ে উঠে সমাজে প্রকট অন্ধকারাচ্ছন্ন বিষবাষ্প/রক্তে রক্তে আফিম, হেরোইন, গাঁজা, চোলাইমদে

বুদ হয়ে বাসা বেঁধে সমাজকে আরো কলুষিত করছে/ধুঁকে ধুঁকে মরছে যুব সমাজ।

কে বাঁচবে তাদের দেহ মন সর্বস্ব দিয়ে/শুধুই আহাজারী হাহাকার।

সর্বহারা মানুষের কিইবা আছে?/কেউ কেউ এরই মধ্যে আর্ততৃপ্তির ঢেকুর তোলে।

প্রাথমিক জীবন কবিতার প্রতিধ্বনি,/অনুভব করে অস্তিত্বের ভাঁজে ভাঁজে

কিন্তু হায় “মাদক” এমন বিষবাষ্প যা কখনো/কাউকে রেহায় দেয় না।

যেমনটি আগুনের লেলিহান শিখা/দহনে পটু,ঠিক তদ্রæপ।

আমি কান পেতে শুনি মাদকের/সেবিদের তর্জন-গর্জন আহাজারী।

কিভাবে নিস্তার পাবে তার কোন /সদুত্তর মেলে না।

ইচ্ছে নামের পালে বাতাস লাগায়ে/মাদক চলেছে দেশের আনাচে কানাচে সর্বত্র,

এর শেষ কোথায় কেউ জানে না।

এই বিভাগের আরও খবর