সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নৈতিক সমাজ গঠনের ডাকে লালমনিরহাটে জাকের পার্টির জনসভা


প্রকাশ :

লালমনিরহাটে জাকের পার্টির থানা, ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীদের অংশগ্রহণে বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় নেতাকর্মীরা মানবতার রাজনীতি ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা শতাধিক নেতাকর্মীরা অংশ নেন। সভা শেষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  ব্যানার ও ফেস্টুন হাতে র‍্যালিটি দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

জাকের পার্টি লালমনিরহাট সদর কমিটির আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে  জেলা জাকের পার্টির সভাপতি ও লালমনিরহাট সদর আসনের মনোনয়ন প্রত্যাশি শফিউজ্জামান বকুল বলেন  “জাকের পার্টি ধর্ম, মানবতা ও শান্তির রাজনীতি বিশ্বাস করে। দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।”

সভায় অন্যান্য বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জনে জাকের পার্টি সবসময় শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী। তাঁরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা চালানো হচ্ছে।

সদর উপজেলা জাকের পার্টির সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আব্দুল জলিল। বক্তব্য দেন, জেলা যুবফ্রোন্ট - এর সভাপতি বাবলু মিয়া, ছাত্রফ্রোন্ট এর জেলা সভাপতি ফারুক আহম্মেদ, কুড়িগ্রাম জেলা ছাত্রফ্রোন্ট এর সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। জনসভায় সদর উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, যুব ফ্রন্ট, ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্টসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।