“নার্সদের স্বতন্ত্র অধিদপ্তর অক্ষুণ্ন রাখতে হবে—নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াই চলবেই” স্লোগানে লালমনিরহাটে কর্মরত নার্সরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে লালমনিরহাট ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে তারা প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখা, মিডওয়াইফারি সোসাইটি, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ এবং নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শতাধিক নার্স অংশ নেন।
বক্তারা বলেন, নার্সিং পেশা স্বাস্থ্যসেবার মূল চালিকাশক্তি। স্বতন্ত্র অধিদপ্তর বিলুপ্ত করা হলে নার্সদের পেশাগত স্বাধীনতা ও প্রশাসনিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে।
সমাবেশে নার্সেস অ্যাসোসিয়েশন জেলা শাখার আহ্বায়ক এহছাহাক আলী, সদস্য সচিব মোহসেনা বেগম, সদস্য ইউসুফ আলী ও মাসুদা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।